Saturday, February 8, 2020

শোনেন ক‌বি আসাদুল্লাহ গা‌লিব

"এই দোযখ নিভানোর শক্তি নাই; থাকলেই তাতে কি?
দোজখ নিভাবো কোন আশায়?"
শোনেন কবি আসাদুল্লাহ গালিব,
যদিও দোজখ নিভলেই স্বর্গ হয় না,
কেননা পোড়ামাটি আবাদ করা বড়ো কঠিন
তবু যে নরকে আগুনের পাশাপ‌াশি মা‌টিতে মিশে আছে মজলুম মানুষের দেহ আর রক্ত আর স্বপ্ন
যেখানে শহিদী মানুষের হিসাব সমস্ত শোকগাঁথা মর্সিয়া এলেজির পংক্তির সংখ্যাকে পরিহাস করে
যেখানে রূপকথা কখনো মানুষকে পরাজিত করে না
যেখানে মানুষ জানে কল্পনার অতিদানবেরও পরাজয় লুকানো থাকে জিরজিরে মানুষের নাগালে থাকা কালো ভ্রমরের পাখায়
সেখানে মাটি প্রত্যহ উৎপাদন করে সুখের নতুন বাসনা, সম্ভাব্য সুখের বিজয়ী লড়াই
আপনি জানেন নিশ্চয়ই,
মানুষের সুখের আশা সিংহাসন পাল্টাতে পারে,
সে আশা অনায়াসে ছুড়ে ফেলে সিংহাসনের মানুষ
এবং মানুষের আশা চিরদিন দোযখ অতিক্রম করে

-
ফেব্রুয়ারি ২০২০

সোনালী আঁশের দেশে যখন 'উন্নয়ন' হবে

সোনালী আঁশের দেশে যখন 'উন্নয়ন' হবে
‌তখন কন্যারা সেলাই করবে বিদে‌শি কাপড় বিদে‌শি মে‌শি‌ন বিদে‌শি সুতায় খাঁ‌টি দেশীয় আরএম‌জি পণ্য
‌পিতা ও পুত্রের‌া উত্তোলন করবে কয়লা উৎপাদন করবে বিদ্যুৎ আর ধান চাষ করে দাম পাবে খড়ের
‌যেহেতু পাট এক‌টি মহাভারতীয় ঐ‌তিহ্য এবং মহাভারতকে ইংরে‌জিতে বলা হয় ইউ‌নিয়ন অব ...
‌যেহেতু পপুলেশন মোমেন্টাম শ্রম উৎপাদনকারী মানুষের নিশ্চয়তার নাম
‌যেহেতু মানুষের রক্ত সরাস‌রি না খেয়ে ভ‌বিষ্যৎ খেয়ে ফেলার নাম মানব সম্পদ
এবং যেহেতু মা কখনো সন্তানের খারাপ চায় না তাই সন্তান তার নিজের ভাল চাইতে পারবে না
‌যেহেতু মনে হইতে পারে বাবাদের আব্বা থাকে না
‌যেহেতু লিডার ঈশ্বরের প্র‌তি‌নি‌ধি এবং সকলের ভাল করার চিন্তায় নির্ঘুম জেগে থ‌াকেন
‌যেহেতু ক্ষমতা তন্দ্রা ও ঝিমু‌নি দূর করে এবং তা বলবর্ধক
যেহেতু মানুষ মিথ্যা এবং সত্য দু‌টিকেই বি‌ভিন্ন সময়ে পছন্দ ও অপছন্দ করে
‌যেহেতু ম্যাডনেসের মধ্যে না খেয়ে মরে যাওয়ার ল‌জিক কাজ করে না
এবং যেহেতু প‌রিবর্তন সম্ভব কারন সম্ভবের নামই প‌রিবর্তন কিংবা পৃ‌থিবী‌ অ‌নিত্য এবং গ‌তিই মূখ্য...
_
December 2019

সমূদ্রের নেতা

আমাদের এমন কোন নেতা ছিল না যি‌নি সমুদ্র চিনতেন।

এমন কোন নেতা ছিল না যি‌নি নদী আর পাহাড় উভয়কে চিনতেন।

‌কেউ কেউ চিনেন নদী ও জলপথ (আমাদের সদাগরী সপ্ত ডিঙা যে সাগরে ভেসে‌ছিল তার নাম হ্রদ)
‌কেউ কেউ চিনেন ইস্পাতের সরল রেখা তার ওপর রেলগা‌ড়ি
‌কেউ কেউ চিনেন পাহাড় আর তার নদীর গলায় বাঁধ
‌কেউ কেউ বনের ভেতর নো‌নানদী চিনেন বাঘের বা‌ড়ি পর্যন্ত


আমাদের কেউ কেউ চিনেন ফসলী মাঠ আর বিস্তৃত সমতল
তবু এই বি‌চিত্র ভূখণ্ডে এমন কোন নেতা ছিলেন না যি‌নি চিনতেন সমুদ্র
এমন কেউ ছিলেন না যি‌নি নদী ও সমূদ্রে জেলের সাথে ধরতেন মাছ, মা‌ঝির সাথে বাইতেন নাও, কৃষকের সাথে বুনতেন ফসল, পাহাড়ের দয়া নিতেন জুম চাষে, বনের দয়া নিতেন জী‌বিকার জন্য - অতপর বি‌চিত্র মানুষকে শোনাতেন বেঁচে থাকার গান
‌বন্যা ও ঝড়ের মত ক্রদ্ধ সংকীর্ণতা নিয়ে যারা এসেছেন তারা দা‌বি করেছেন সাম‌গ্রিক নেতৃত্ব ... অথচ তারা সমুদ্র চিনতেন না


২৫/১২/২০১৯

Saturday, February 1, 2020

সেলাই

একবার এক সোনামুখী সুঁই মহাকালকে প্রস্তাব দিল:
চলো হ‌রিয়ে যাই...


মহাকাল সুতার মতন অনুসরণ করল সুঁইকে,
তারপর ‌সেলাই হলো সূর্যময় আলো আর সূর্যহীন অন্ধকার,
পৃ‌থিবীর বি‌ভিন্ন মহাদেশে...
‌সেলাই হলো ঢোলা ঢোলা সমুদ্রের নোনাজল আর পর্বত গড়ানো বা‌লি,
গাছের পাতা আর আকাশের নীল শূন্যতা,

যেভাবে ‌সেলাই হ‌য় মানুষের ভাষা ও মগজের কোষ


-
২৯ জানুয়ারি ২০২০

Delulu and Danger of Innocence of Law

The persistent political crisis in Bangladesh is often framed as a binary dilemma: is the nation suffering from a flawed political culture, ...