বিশেষত আজকের ঝড়ো সন্ধ্যায়
মারা গেল লম্বা দরবেশ বিদ্যুতের খুঁটি একজন
একটা ট্রান্সমিটার খুন হলো সশব্দ চিৎকারে
জটলাপাকানো একগুচ্ছ তার
আকাশছিড়ে পড়ে থাকলো ততোধিক জটিলতায়
হাওয়ার ওলট পালট স্রোতে
উল্টে গেল একটা পুলিশ বক্স
একটা মাঝবয়সী মেহগনী হোচট খেল
উন্নয়ন আক্রান্ত এক শহুরে রাস্তায়।
এসব ছোটছোট দুঃখ পার হয়ে আমাদের দৃষ্টি গড়ায় ঘরের মুখে,
দুঃখ সেখানেও সটান শুয়ে থাকে এ যুগের ঝড়ে
ঘরের দরজায় উবুড় হয়ে পড়ে রইল
এক কিশোরী কাঠালবৃক্ষ; ঘন চুলের মতন
গাড় সবুজ পাতা সমগ্র দেহে
যেন এখনি উঠবে আবার খিল খিল হাসতে হাসতে ছুটবে উড়াতে উড়াতে
ঘনঘোর গভীর চুল- সবুজ রঙের।
আহ্লাদী কিশোরী মেয়ে হঠাৎ মারা গেলে কঠিন জ্বরে -
যেরকম শোক হয় পিতার অন্তরে
দুয়ারে উপড়ে পড়া বৃক্ষবালিকা এনে দেয় সেরকম শোক।
মেয়ে আমার, কিশোরী সুন্দর
প্রিয় কন্যা কাঠালবৃক্ষ
তুমি তো ছোওনি এখনো ছাদের কার্নিশ
পার হয়ে আকাশের নীল রঙ
আরো কিছু ঝড়ো বৎসর কাটানোর কথা ছিল
পৃথিবী মায়ের কোলে।
কেন তবে আছড়ে পড়ো, ভীত হও -
এই সামান্য বালখিল্য বৈশাখী ঝড়ে?
বেঁচে ওঠো মা আমার,
ওড়াও সবুজ চুল
আকাশে আকাশে
যত ভোর সূর্য ওঠে বাংলার পূবে
যত সাঝে পশ্চিমে ডুবে
তত ভোর সন্ধ্যা দুপুর
ওড়াও সবুজ চুল অাকাশে আকাশে …
.
কাঠাল গাছের জন্য শোক/ ২২ এপ্রিল ২০১৮/ সন্ধ্যা
..
নোট: ২৩ এপ্রিল ২০১৮ সকালে ঘুম থেকে উঠার আগেই কাঠাল গাছটিকে কেটে কুটে গুম করা হয় রাস্তা পরিস্কারের অংশ হিসেবে কিংবা কোন ছাগখাদ্য বিক্রেতার ব্যবসায়ী বিনিয়োগ হিসেবে।