Sunday, June 3, 2018

শোক অতিক্রম

সাদা আর ছোপ ছোপ কালো রঙ
ডোরাকাটা বাঘ নয়,
নয় দোয়েল পাখি
পড়ে আছে একটা দলানো ফ্রক যেন
ফ্রক নয় শিশু এক
মানুষের শিশু নয়
একটা বিড়াল শিশু

পড়ে আছে বৃষ্টি ধোয়া রাজাবাজারের রাস্তায়

শোক করার জন্য কোন কিশোর আশপাশে নেই
আমি অফিস যাচ্ছি
আইপিএস কাঁধে হেটে যাচ্ছে এক পরহেজগার সাজ
ঘুমে চোখ বুজে আছে দুপাশের দোকানপাট
রমজান কিংবা মানুষের নানান গন্ধ সবদিকে...

মানবজাতি তার শোক অতিক্রম করতে পেরেছে।
বিশেষত মাথা থেতলানো বিড়াল এবং আরো অন্যান্য মৃত প্রাণীর শোক।
বিশেষ এই মার্তৃভূমিতে।


-

২ জুন ২০১৮

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...