Wednesday, June 12, 2019

আশা

আশা


সেইসব উজ্জ্বল নক্ষত্রেরা ম্লান হয়ে গেছে...
জ্বালানীর অভাবে পুড়ে শেষ হওয়া সার্কাসের আশ্চর্য আগুন
নিঃশ্বাসে ভর করে দূরে চলে গেছে; কেরোসিনের গন্ধ লেগে থেমে গেছে স্মৃতির বয়স

এতোদিন পরে আজ টের পাই- কেরোসিনের নক্ষত্র কেবল চমকিত করে;
আলোর অভাবী মানুষেরা খুঁজে নেয়- ছোট্ট প্রদীপ
ভিতরে ভিতরে ভারী হই
গ্রিস কিংবা রোমের ধুলি উড়ে উড়ে জমা হয় প্রতিটি খোপে
সীন, টেমস কিংবা গঙ্গার উত্তাপে
তবু আজ আশা রাখি, খোপে খোপে জ্বলে উঠে হাজার প্রদীপ...

-

12 June 2016

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...