আমারে দেখে তুমি কানটুপি পইরো না;
তোমার যদি কান লাল হয়, এলার্জি করে জ্বালাতন,
উলের সুতা যদি খুসখুস করে তোমার মাথার পিছে -
আমার কোন দোষ হইবো না, মডেলিংয়ের জন্য।
তুমি যদি বিশেষ ছাড়ে ভ্যাল্কি বা ধাক্কা থেইকা কিনো কোন টুপি
তোমার টাকায় তুমি কিনবা ঠকবা / জিতবা
আমি তোমারে ফুসলাবো না চুপি চুপি।
আমারে দেইখা যদি নামো তুমি গাঙের পানিতে,
সাঁতার না জানার দোষ আমি পারুম না নিতে।
যদিও তুমি আমারে ভালা পাও খুব, হয়তো বাসোও একটু আধটু ভাল, আমারও হয়তো তোমার জন্য বুকের মধ্যে একটু ধুকপুক;
তবু তুমি হয়োনা আমার মতন, আমার মতন পইরো না লাল রঙের উলের কানটুপি
(.... .. .. .. ..)
তোমার যদি কান লাল হয়, এলার্জি করে জ্বালাতন,
উলের সুতা যদি খুসখুস করে তোমার মাথার পিছে -
আমার কোন দোষ হইবো না, মডেলিংয়ের জন্য।
তুমি যদি বিশেষ ছাড়ে ভ্যাল্কি বা ধাক্কা থেইকা কিনো কোন টুপি
তোমার টাকায় তুমি কিনবা ঠকবা / জিতবা
আমি তোমারে ফুসলাবো না চুপি চুপি।
আমারে দেইখা যদি নামো তুমি গাঙের পানিতে,
সাঁতার না জানার দোষ আমি পারুম না নিতে।
যদিও তুমি আমারে ভালা পাও খুব, হয়তো বাসোও একটু আধটু ভাল, আমারও হয়তো তোমার জন্য বুকের মধ্যে একটু ধুকপুক;
তবু তুমি হয়োনা আমার মতন, আমার মতন পইরো না লাল রঙের উলের কানটুপি
(.... .. .. .. ..)