হয়তো আপনাদের দুঃখ হচ্ছে
আগমন-প্রস্থানের চিরন্তন মানবীয় বিক্রিয়া আক্রান্ত করছে আপনাদেরকেও
বেঁচে থাকা শেষ হলে পাখিরা যায় কোথায়?
কোথায় অদৃশ্য হয় ফড়িং ও প্রজাপতি?
কোন কর্পোরেট অফিসে আত্মাহুতি দেয় ভাঁটফুল কিংবা নয়নতারা?
এসব প্রশ্নের উত্তর না দিয়ে
বর্ষার বিলে জালে আটকা পড়া ঢোড়া সাপের মতন মনের ভেতর মোচড় দিচ্ছে গহীন এক দুঃখ;
একটি করুন বেদনা শূন্যতার মত হাহাকার তুলে ফুসফুস ফাটিয়ে বের হবার জ্ন্য প্রস্তুত হচ্ছে বুকের ভেতর;
পায়ে পায়ে জড়তার মত লেপ্টে আছে স্মৃতি;
চোখের ভেতর উবুড় হয়ে আছে অব্যক্ত দুঃখের দুটি নোনাজলের নদী;
সমস্ত ইন্দ্রিয়কে গ্রাস করে এখনই যেন পৃথিবীতে প্রথমবারের মত নাজিল হয়েছে বিমূঢ়তা -
স্বর্গ কিংবা পৃথিবী - সবকিছু ছাড়তেই আদমের সন্তানদের দুঃখ হয়;
হয়তো আপনাদেরও দুঃখ হচ্ছে …
_
রাজাবাজার/
১২/১২/২০২৩

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.