১.
ছবররে নাকি সাপে কাটলো, বিষহীণ, ঢোরা সাপ
তার ছেলের জ্বর হইল, ব্যথা, ঠাণ্ডা, মুখ তিতা
রাস্তায় যে গাড়ি গুলা থেইকা গন্ধ বাইরায় - ফসিল পোড়া, জং ধরা - সেই সব গন্ধ আর সে সইতে পারে না,
এই বেদরদ গিজগিজি সিটি থেইকা তার মন চায় 'বিলের ধারে নদীর পাড়ে বইসা থাকি - কানা বগির আত্মীয়র মতন, পুকুরে নাইমা সাঁতার কাটি পুটি মাছের লগে,'
কিন্তু বিলগুলারে মাইনসে খায়া ফেলতেছে বাড়ি আর রাস্তা বানায়া, নদীগুলা কিছু মৃত কিছু বাঁইচা আছে, চুপচাপ যাইতেছে সুমুদ্রে অনেক দূরের গেরাম ভাইঙা, পুকুরে বসতি বানাইছে পাঙ্গাস আর নাইলোটিকা মাছেরা...
খালি বাকি আছে দুয়েকটুকরা মেঘ যার ভাগ দুপুরবেলা শুধু জেন্টস ওয়াশরুমের জানলারা পায়;
২.
আমি বেহুদা সমাজ কত্তে চাই না
তবু সিরিয়াসলি জানি বিবির ত গণসাইডে দণ্ড হইব না
এতো এতো শিশুদের পা আল্লার কাছে উইড়া যাওয়ার পরও মানুষের কদম আরেকটু কম শয়তানির দিকে আগুয়ান হইব না
আধমরা হওয়া ছাড়া মহত্ উদ্দেশ্যগুলো জিন্দা রইব না
৩.
আপনারও হয়, আমারও,
এই মাঝে মাঝে
ধরেন চোখজ্বালাপোড়া করে
আর বলতে থাকেন - ভাল্লাগেনা
...
#বুদবুদ
ছবররে নাকি সাপে কাটলো, বিষহীণ, ঢোরা সাপ
তার ছেলের জ্বর হইল, ব্যথা, ঠাণ্ডা, মুখ তিতা
রাস্তায় যে গাড়ি গুলা থেইকা গন্ধ বাইরায় - ফসিল পোড়া, জং ধরা - সেই সব গন্ধ আর সে সইতে পারে না,
এই বেদরদ গিজগিজি সিটি থেইকা তার মন চায় 'বিলের ধারে নদীর পাড়ে বইসা থাকি - কানা বগির আত্মীয়র মতন, পুকুরে নাইমা সাঁতার কাটি পুটি মাছের লগে,'
কিন্তু বিলগুলারে মাইনসে খায়া ফেলতেছে বাড়ি আর রাস্তা বানায়া, নদীগুলা কিছু মৃত কিছু বাঁইচা আছে, চুপচাপ যাইতেছে সুমুদ্রে অনেক দূরের গেরাম ভাইঙা, পুকুরে বসতি বানাইছে পাঙ্গাস আর নাইলোটিকা মাছেরা...
খালি বাকি আছে দুয়েকটুকরা মেঘ যার ভাগ দুপুরবেলা শুধু জেন্টস ওয়াশরুমের জানলারা পায়;
২.
আমি বেহুদা সমাজ কত্তে চাই না
তবু সিরিয়াসলি জানি বিবির ত গণসাইডে দণ্ড হইব না
এতো এতো শিশুদের পা আল্লার কাছে উইড়া যাওয়ার পরও মানুষের কদম আরেকটু কম শয়তানির দিকে আগুয়ান হইব না
আধমরা হওয়া ছাড়া মহত্ উদ্দেশ্যগুলো জিন্দা রইব না
৩.
আপনারও হয়, আমারও,
এই মাঝে মাঝে
ধরেন চোখজ্বালাপোড়া করে
আর বলতে থাকেন - ভাল্লাগেনা
...
#বুদবুদ
13/10/2025

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.