Tuesday, August 22, 2017

পেঁচা

 ~

ভেড়ার পা‌লের ‌মত অপ‌রি‌চিত দি‌ন শে‌ষে ছাতার ফু‌টোর মত বিষা‌দের দৃশ্য গুন‌তে গুন‌তে,
বা‌কি ছিল একটুকু কথা - মিনার্ভা দেবীর পেঁচা ডানা মে‌লবে সন্ধ্যার পর;
অথচ রাত্রি গভীর হ‌য়ে গেল।
প‌রিত্যক্ত শহ‌রের থমথ‌মে ভ‌য়ের মত জলপাইগা‌ছের ছায়ায় রাজহাঁস ঘু‌মি‌য়ে থা‌কে বীণার তারে কণ্ঠ রুদ্ধ ক‌রে।
...
চার‌দি‌কে শকুন কা‌ন্দে, ঠো‌টে ঠো‌টে মড়‌কের ঘ্রাণ।
...
(কেউ কেউ জন্মা‌বে নিশ্চয়ই -
আমাদের পূজা নিও, আর নিও রুকু ও সালাম।)
 ~
(21/8/2017)

Saturday, August 19, 2017

সরস্বতীর হাঁস

~সরস্বতীর হাঁস~



পৃথিবীতে এককালে একটাই পাখি ছিল,
উড়ত।
অথবা সব পাখিরাই উড়তো।

দুরন্ত এক পাখি একদিন ডুব দিল পানির ভিতর
গলা পর্যন্ত গিলে খেল হরেক মাছ
পেটের ওজনে নুয়ে গেল পাখা
একদিন পর ভাবল সে পাখি
আবার উড়বে সুনীল আকাশে

উড়ার মত হালকা হতে হতে পাখির আবার ক্ষুধা লেগে যায়
লোভী পেট আবারো টানল তাকে গভীর জলে
আবারো সে খেল অনেক অনেক...
শামুক ঝিনুক শ্যাওলা
যা কিছু হজম হয় পাকস্থলীর পাকে
আবার নাড়ীভুড়ি আটকালো পাখিটাকে পৃথিবীর মাটিতে
আরো একদিন অপেক্ষায় রইল সে
আরো একদিন
আরো একদিন
একে একে আরো অসংখ্য দিন

তারপর-
পাখিটা হাঁস হয়ে গেল।

পাখিরা পেটুক লোভী কিংবা অলস হয়ে গেলে হাঁস হয়ে যায়;

আর
মানুষেরা হয় বাঙালী মাস্টার।

৩ এপ্রিল ২০১৬।গ্রিন রোড

অংকন উইকিপিডিয়া থেকে সংগৃহীত।

Delulu and Danger of Innocence of Law

The persistent political crisis in Bangladesh is often framed as a binary dilemma: is the nation suffering from a flawed political culture, ...