~
ভেড়ার পালের মত অপরিচিত দিন শেষে ছাতার ফুটোর মত বিষাদের দৃশ্য গুনতে গুনতে,
বাকি ছিল একটুকু কথা - মিনার্ভা দেবীর পেঁচা ডানা মেলবে সন্ধ্যার পর;
অথচ রাত্রি গভীর হয়ে গেল।
পরিত্যক্ত শহরের থমথমে ভয়ের মত জলপাইগাছের ছায়ায় রাজহাঁস ঘুমিয়ে থাকে বীণার তারে কণ্ঠ রুদ্ধ করে।
...
চারদিকে শকুন কান্দে, ঠোটে ঠোটে মড়কের ঘ্রাণ।
...
(কেউ কেউ জন্মাবে নিশ্চয়ই -
আমাদের পূজা নিও, আর নিও রুকু ও সালাম।)
~
(21/8/2017)
No comments:
Post a Comment