কখোন মুছবো চোখ!
বাণী দিয়ে আর কত ধুয়ে দিবে পৃথিবীতে আমাদের বোধ:
“যদি কেউ দেখতে চায় সূর্যের আলো, সে যেন মুছে নেয় নিজেরই চোখ”?
“যদি কেউ দেখতে চায় সূর্যের আলো, সে যেন মুছে নেয় নিজেরই চোখ”?
কে আছে নির্বীকার?
বৃক্ষ?
দাঁড়িয়ে থাকে, ছায়া দেয়, দেয় ফুল ও ফল
কাটা পড়ে কাঠ হয় টেবিল চেয়ার খাটে
দাঁড়ায় সটান পায়ে শুয়ে থাকে মসৃণ তল
কাটা পড়ে কাঠ হয় টেবিল চেয়ার খাটে
দাঁড়ায় সটান পায়ে শুয়ে থাকে মসৃণ তল
এত রক্ত বুলেট মৃত্যু শোকে
কোন গাছ বিদ্রোহ করেনি।
গাছেরা বলেনি -
‘আজ থেকে সব ফুল বারুদ হয়ে যাবে
সব ডাল ইস্পাতের ঢাল
সব ফল প্রাণঘাতী বিষের কৌটা
আমাদের বিদ্রোহ আবাবিল মানুষের প্রতি’
কোন গাছ বিদ্রোহ করেনি।
গাছেরা বলেনি -
‘আজ থেকে সব ফুল বারুদ হয়ে যাবে
সব ডাল ইস্পাতের ঢাল
সব ফল প্রাণঘাতী বিষের কৌটা
আমাদের বিদ্রোহ আবাবিল মানুষের প্রতি’
তবে কে আছে শোকনিস্পৃহ নিত্যাননন্দ মহাশয়?
বৃষ্টি?
‘যখন বৃষ্টি হবে তখন ভিজে যাবে ঘুমন্ত কবরের লোকটিও
কাউকে রেহাই দিবে না আকাশের জল’ -
এতটা পোয়েটিক রেভুলুশনারি থট
বিশ্বাস করবে না কেউ; এমনকি কবিদের মহাপুরুষ ইউনানী দার্শনিক রাজাও
কাউকে রেহাই দিবে না আকাশের জল’ -
এতটা পোয়েটিক রেভুলুশনারি থট
বিশ্বাস করবে না কেউ; এমনকি কবিদের মহাপুরুষ ইউনানী দার্শনিক রাজাও
বৃষ্টিতে সবাই ভিজে না -
কারো কারো আছে পলিথিন
কারো কারো টিনের গাড়ির ছাদ
কারো কারো বৃষ্টির পর গা মোছার গামছা
কারো কারো আছে পলিথিন
কারো কারো টিনের গাড়ির ছাদ
কারো কারো বৃষ্টির পর গা মোছার গামছা
হয়তো ঝড়ের আগে নীরব পৃথিবীতে
বরফ বরফ নরোম বাতাস
মাঝে মাঝে ঘুর্ণিতালে সাপের চোখের মত নাচ
উঠানে মরবে যে কেউ মেঘের বজ্রচুম্বনে
বরফ বরফ নরোম বাতাস
মাঝে মাঝে ঘুর্ণিতালে সাপের চোখের মত নাচ
উঠানে মরবে যে কেউ মেঘের বজ্রচুম্বনে
তবে কে আছে নিস্পৃহ সাহসী সুন্দর?
কে আছে মেঘে?
কে আছে জলে?
কে আছে?
কে?
কে আছে মেঘে?
কে আছে জলে?
কে আছে?
কে?
..
~প্রতিদিন রাষ্ট্রের ছবি~
২৩ মে ২০১৮
~প্রতিদিন রাষ্ট্রের ছবি~
২৩ মে ২০১৮
No comments:
Post a Comment