Wednesday, May 23, 2018

~মন দা~


~মন দা~

(মন্দা বা ডিপ্রেসন বিষয়ক)

বোকাসোকা দুঃখী মানুষ এক তার দুঃখ দূর হওয়ার কোন সম্ভাবনা কিংবা আশা খুঁজে পাচ্ছিল না।
সাধু গৌতমের ধ্যান জ্ঞান তার জানা থাকবার কথা নয়।

আশার খোঁজে সে বুদ্ধিজীবীদের মুখের দিকে নজর রাখবে ঠিক করলো।
মাওলানাদের মুখের দিকে।
নেতাদের ঠোঁটের দিকে।
জেল দারোগা জজ সাহেব উকিল সম্পাদক সিইও -
বুদ্ধি বিক্রির সকল পেশার পরিষ্কার মুখমণ্ডলের দিকে।
একটা ভবন ধ্বসে যেদিন শতশত লোক মারা গেল
ঠিক তার পরদিন
শহরের সবচে তীক্ষ্মবুদ্ধির বিক্রেতা
পাণ্ডিত্যের গৌরবোজ্জল ব্যবসায়ী
পৃথিবীর সকল সভ্যতার কলা জ্ঞানের দুঁদে পাঠক
কি এক অতিসুক্ষ্ম বাক্যালংকারে মুগ্ধ হয়ে খট খট করে হেসেছিলেন।
দুঃখী লোকটির তারপর আর কোন কৌতুহল থাকল না।
.
২৩ মে ২০১৮

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...