Thursday, February 3, 2022

ছল

হামাগুড়ি পার হয়ে একদিন 
হাঁটতে হাঁটতে উড়ে গেল 
নিরুদ্বেগ এক শিশু; 
তারপর সকলে বড় হলো , 
বড় বেশি আসক্ত হলো -
সোনারঙা ছলে ...

No comments:

Post a Comment

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...