হামাগুড়ি পার হয়ে একদিন
হাঁটতে হাঁটতে উড়ে গেল
নিরুদ্বেগ এক শিশু;
তারপর সকলে বড় হলো ,
বড় বেশি আসক্ত হলো -
সোনারঙা ছলে ...
হাঁটতে হাঁটতে উড়ে গেল
নিরুদ্বেগ এক শিশু;
তারপর সকলে বড় হলো ,
বড় বেশি আসক্ত হলো -
সোনারঙা ছলে ...
মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...
No comments:
Post a Comment