Monday, January 9, 2023

দুই শিকারি

মে মাসের একদিন হর্ষ এবং বিষাদ দেখা করলো এক লেকের পাড়ে। তারা একে অপরকে শুভেচ্ছা জানালো। এবং শান্ত জলের পাশে বসে আলাপ করলো।

হর্ষ বললো দুনিয়ার বেবাক সৌন্দর্যের কথা, এবং বনে-জঙ্গলে পাহাড়ে-পর্বতে প্রাণের বিস্ময়ের কথা, এবং সেসব গানের কথা যা সে শুনেছে ভোরে এবং সাঝে।

বিষাদও বললো কথা। এবং সে একমত হলো হর্ষের সকল কথায়। কেননা বিষাদ সময়ের জাদু এবং তার সৌন্দর্য সম্বন্ধে জানতো। মাঠে এবং পাহাড়ে মে ফুলের কথায় বিষাদ মুখর হয়ে উঠলো।

হর্ষ এবং বিষাদ পরস্পরে বললো বহু কথা; এবং তারা যা জানতো সেসব বিষয়ে তারা একমত হলো।

তখন লেকের অপর পাড় দিয়ে যাচ্ছিল দুই শিকারি। এবং তাদের একজন পানির ওপর দিয়ে তাকাল এবং বললো 'আশ্চর্য! এই লোক দুজন কারা?' এবং অপরজন বললো - ‘দুইজন - বললা তুমি? আমি ত দেখি কেবল একজন।’

প্রথম শিকারি বললো - ‘কিন্ত দুইজন আছে’। দ্বিতীয়জন বললো - ‘আমি শুধু একজনকে দেখতে পাচ্ছি, আর পানিতেও একজনের প্রতিচ্ছবি।’

‘না। দুইজন। আর পানিতেও দুইজনের প্রতিচ্ছবি।’ - প্রথম শিকারি বললো এবার।

দ্বিতীয় লোক আবার বললো ‘মাত্র একজনকেই আমি দেখতে পাচ্ছি।’ আর অপরজন বললো 'আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দুইজনকে।’

আজকের দিনতক এক শিকারি বলে যাচ্ছে অপরজন চোখে ডাবল দেখে; আর অপরজন বলছে ‘আমার বন্ধু চোখে কম দেখে।’
~
মূল - কাহলিল জিবরান
অনুবাদ - লোকমান বিন নুর
#পাগলা_ডুমুর


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

অন্য ভবঘুরে

একবার আরেক ভবঘুরের সাথে আমার দেখা হয়েছিল। সেও কিছুটা পাগলা টাইপের। আমারে সে বললো:
“আমি এক ভবঘুরে। প্রায়ই মনে হয় আমি মাটির উপর পুচকে মানুষদের সাথে হাঁটছি। এবং যেহেতু আমার মাথা মাটি থেকে তাদের মাথার চেয়ে সত্তুর হাত উপরে, তাই আমার মাথায় মুক্ত এবং উচ্চ চিন্তা তৈরি হয়।

কিন্তু আসল ব্যাপার হচ্ছে আমি মানুষের মাঝে হাঁটি না, আমি চলি তাদের বহু উপরে। এবং তারা শুধু তাদের জমিনে আমার পায়ের চিহ্ন দেখতে পায়।

আর আমি প্রায়ই শুনি তারা আমার পদিচহ্নের আকার-আকৃতি নিয়ে আলাপ এবং তর্ক করছে। কেউ কেউ আছে যারা বলে ‘এসব হচ্ছে অতীতের অতিকায় প্রাণীদের ছাপ।’ আর অন্যরা বলে, ‘না, এসব হচ্ছে বহুদূর নক্ষত্র হতে ঝরে পড়া উল্কার দাগ।’

কিন্তু তুমি, বন্ধু আমার, তুমি তো ভাল করেই জানো যে এসব মস্ত কোন প্রাণীর ছাপ বা উল্কার দাগ নয়, বরং তারা শুধু এক ভবঘুরের পদচিহ্ন।”

_
মূল: কাহলিল জিবরান
অনুবাদ: লোকমান বিন নুর
#পাগলা_ডুমুর

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.


মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...