একবার আরেক ভবঘুরের সাথে আমার দেখা হয়েছিল। সেও কিছুটা পাগলা টাইপের। আমারে সে বললো:
কিন্তু আসল ব্যাপার হচ্ছে আমি মানুষের মাঝে হাঁটি না, আমি চলি তাদের বহু উপরে। এবং তারা শুধু তাদের জমিনে আমার পায়ের চিহ্ন দেখতে পায়।
আর আমি প্রায়ই শুনি তারা আমার পদিচহ্নের আকার-আকৃতি নিয়ে আলাপ এবং তর্ক করছে। কেউ কেউ আছে যারা বলে ‘এসব হচ্ছে অতীতের অতিকায় প্রাণীদের ছাপ।’ আর অন্যরা বলে, ‘না, এসব হচ্ছে বহুদূর নক্ষত্র হতে ঝরে পড়া উল্কার দাগ।’
কিন্তু তুমি, বন্ধু আমার, তুমি তো ভাল করেই জানো যে এসব মস্ত কোন প্রাণীর ছাপ বা উল্কার দাগ নয়, বরং তারা শুধু এক ভবঘুরের পদচিহ্ন।”
_
মূল: কাহলিল জিবরান
অনুবাদ: লোকমান বিন নুর
#পাগলা_ডুমুর

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
No comments:
Post a Comment