Monday, January 9, 2023

দুই শিকারি

মে মাসের একদিন হর্ষ এবং বিষাদ দেখা করলো এক লেকের পাড়ে। তারা একে অপরকে শুভেচ্ছা জানালো। এবং শান্ত জলের পাশে বসে আলাপ করলো।

হর্ষ বললো দুনিয়ার বেবাক সৌন্দর্যের কথা, এবং বনে-জঙ্গলে পাহাড়ে-পর্বতে প্রাণের বিস্ময়ের কথা, এবং সেসব গানের কথা যা সে শুনেছে ভোরে এবং সাঝে।

বিষাদও বললো কথা। এবং সে একমত হলো হর্ষের সকল কথায়। কেননা বিষাদ সময়ের জাদু এবং তার সৌন্দর্য সম্বন্ধে জানতো। মাঠে এবং পাহাড়ে মে ফুলের কথায় বিষাদ মুখর হয়ে উঠলো।

হর্ষ এবং বিষাদ পরস্পরে বললো বহু কথা; এবং তারা যা জানতো সেসব বিষয়ে তারা একমত হলো।

তখন লেকের অপর পাড় দিয়ে যাচ্ছিল দুই শিকারি। এবং তাদের একজন পানির ওপর দিয়ে তাকাল এবং বললো 'আশ্চর্য! এই লোক দুজন কারা?' এবং অপরজন বললো - ‘দুইজন - বললা তুমি? আমি ত দেখি কেবল একজন।’

প্রথম শিকারি বললো - ‘কিন্ত দুইজন আছে’। দ্বিতীয়জন বললো - ‘আমি শুধু একজনকে দেখতে পাচ্ছি, আর পানিতেও একজনের প্রতিচ্ছবি।’

‘না। দুইজন। আর পানিতেও দুইজনের প্রতিচ্ছবি।’ - প্রথম শিকারি বললো এবার।

দ্বিতীয় লোক আবার বললো ‘মাত্র একজনকেই আমি দেখতে পাচ্ছি।’ আর অপরজন বললো 'আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দুইজনকে।’

আজকের দিনতক এক শিকারি বলে যাচ্ছে অপরজন চোখে ডাবল দেখে; আর অপরজন বলছে ‘আমার বন্ধু চোখে কম দেখে।’
~
মূল - কাহলিল জিবরান
অনুবাদ - লোকমান বিন নুর
#পাগলা_ডুমুর


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

No comments:

Post a Comment

Delulu and Danger of Innocence of Law

The persistent political crisis in Bangladesh is often framed as a binary dilemma: is the nation suffering from a flawed political culture, ...