ভাই কেমন আছেন? 'ভাল আছি। আমরা নাটোর যাচ্ছি।'
- 'কখনও নাটোর যাই নাই। একবার আপনার সাথে যেতে হবে।'
.
'ঈশ্বরদীর আকাশ সবচে সুন্দর!'
- এই কথা নিশ্চয়ই কোন প্রমাণ সাপেক্ষ বক্তব্য নয়; শুধু সৌন্দর্যের ব্যক্তিগত আস্বাদন ছাড়া। শুয়ে শুয়ে আকাশ দেখেন এবার, ভাই। :(
.
বার বার মনে হয়েছে, শেষ বারও মনে হয়েছে আপনার সাথে কথা বলার আরও সময় আছে। কথার জন্য আপনাকে পাবোই। এমনই সহজ সাবলীল দয়ামায়ায় ছিলেন আমার কাছে।
.
খোদা তালার অংক কেমন; এমন লোকের আয়ু দিলেন কম!
.

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
No comments:
Post a Comment