বিষাক্ত প্রার্থনা
ক্ষমতা লোভ আর মানুষের সমস্ত লকলকে আগুনের জ্বিহবায়
পুড়িয়ে কোমল সব সবুজ হৃদয়ের পাতা
নিত্য উল্লাস ভীষণ বিভীষিকাময় এ মানব জন্মের তরে
সেইসব রক্ত পুঁজ অবসাদ - র্যামন্ড একস্টাসি রোলেক্স স্যামসাং
ঢোলাঢোলা ভারী আবরণে জীবনের একপাশ ঢেকে
তবু যারা ভাবে আগামীর দিনে কোন এক মানুষের কি এক প্রয়োজন
বাকি আছে ভরে তুলবার
তাদের ধূসর মগজের ঘরে আমার শব্দের প্রেম
অবসাদ ভুলে দিতে চাই তুলে একটু একটু স্নেহের মতন
এই দুঃসময়ে যারা প্রাণভরে সুখে বাঁচবে আর
ভাববে আগামী দিনের কথা
সেই সব দীর্ঘজীবী মানুষের অবিচল কর্মের রূপ
জড়ো হোক আমাদের জীর্ণ এই দেয়ালে দেয়ালে।
-
-
23/01/2018
No comments:
Post a Comment