Sunday, March 25, 2018

চুলের ... নীতি

চুলের ... নীতি


এ এক প্রতিকূল জীবন
হয়তো কেউ হজম করতে পারবে না এ জীবন
পারবে না সে নিজেও
সাইকোলজিস্টদের মাপে এ জীবন থেরাপিময় স্বাভাবিক করে ফেলা যায়
কিংবা সুবিধা তত্ত্বের বিচারে হওয়া যায়
অনুগত দাসানুদাস
কিংবা ধুরন্ধর কপট ছিঁচকে মানুষ
সবচে ভাল তুই অপেক্ষা কর কেশপাকানো বছরসর্বস্ব জীবনের।

দুর্বল গবাদি পশুর জীবন কাটায় যারা
তারা আসে বছর বছর বাছুর বিয়ানোর হিসাব নিয়ে
যদিও তাদের মগজ থেকে বিয়োয়নি কোন নেংটি ইঁদুর কিংবা চামচিকের ছাও
তাদের একমাত্র নীতি তাদের কেশগুচ্ছের বয়স
তাদের ক্রমশ লাল কেশগুচ্ছে ঝুলে ঝুলে জমে থাকে
দীর্ঘ কুটনামিময় খড় ভূষি খাওয়ার অভিজ্ঞতা

আগের দিন ভাল ছিল নীতিতে তারা গৌরব মাখে
আগের দিনে তারা জন্মাইছিল হারিকেনের বাত্তিতে নিষ্ঠুর রান্নাঘরে
আগের দিনে পশ্চাদ্দেশে ঘষেছিল চেয়ারের পাটাতন
আগের দিনে গোসলের আগে তারা মেখেছিল সরিষার তেল
আগের দিনে তারা বগলে রেখেছিল কাঠের খড়ম
আগের দিনে ব্লেডের অভাবে তারা উপড়ে ছিল কেশগুচ্ছ
আহারে আগের কেশ
আহারে উঁকুন
আহারে পরজীবী তাহারা
লুকায়ে লুকায়ে রক্ত চুষে খাস আগের জীবনের শুরে।
...
মার্চ ২০১৮

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...