Tuesday, April 4, 2023

বিকল্প

রডের বিকল্প বাঁশ,
বেগুনের বিকল্প কুমড়া,
মাংসের বিকল্প কাঁঠাল,
এভাবে আমরা বহু বিকল্প সম্পর্কে জ্ঞান লাভ করি...
এসবের পরেও স্মার্ট লোকেরা যখন চ্যালেঞ্জ করে - 'পারলে বিকল্প দেখান'
তখন এক হাজার বছর ভেবে বিনীতভাবে বলি -
মানুষের ইতিহাসে আলীর বিকল্প কোথায় পাব, বলেন?

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...