Tuesday, November 14, 2023

মহামান্য ট্রাক

মহামান্য ট্রাক। তোমার ব্রেক নাই কেন? সমগ্র বাংলাদেশে ফুলস্পিড ওজন তোমার, পিষতে থাকে গৃহপালিত হাড়গোড়। 

মহামান্য ট্রাক, তুমি কি আজরাইলের ভ্রাম্যমাণ অফিস? সতেজ টাটকা জীবন সব মিশমার কইরা তুমি যাইতেছ উরাধুরা … 

মাননীয় ইসপাতের ট্রাক, আর কত পিষবা আমাদেরে …
_
৮/১১/২০২৩
পূর্ব রাজাবাজার


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...