ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই
বাঁপাশ থেকে
নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী
চলে
গেল একটু ডানে। পাঁচ
অথবা পঞ্চান্ন লেনের মাঝামাঝি এক উজ্জ্বল লেনে
সবাইকে অবাক করে চলতে
শুরু করলো সে… আমরা গাইলাম
– ‘এলো ভোটের মরশুম শরবত ঢালো সাকী…
হামিদ, কবির,
ফরহাদ, হাসনাত, এবং আরো যারা বামে তারা একটি বাম বাম মধ্যপন্থা চেয়ে
আহা চেয়ে চেয়ে
দেখলেম, গডো তো এলো না…
এক টুকরা বাম
বাম মামদানী যদি সেন্টারে ফুটতো আমাদের কোমলমতিরা
তবে যেনবা একটি
বহুপুরাতন খোয়াবনামা একটু কলকাতাঘেষে লাজুকতায় নান্দনিক…
কিন্তু এ বিধি
ভীষণ দখনে হাওয়া গজল গাওয়া
কেবলি মতিভ্রম
হয়ে হয়ে আহা
চেয়ে চেয়ে কেন
তুমি মরণ নিলে
কত কি রয়েছে
লেখা চিকায় চিকায় আর দেয়ালে দেয়ালে
আজফার আলতাফ
জাভেদ আর আলাঁ
বাম পাশ ঘেষে
ঘেষে আবু জরের সাইকেল
মার্ক্সকে পিছে
নিয়ে চালা
এখুনি আবার
বই খুলে নতুন প্রফেসি বিপ্লবিদের নিয়ে একটি সাইকেল রাপচার অথবা পাংচার করে দিয়ে গাইবে
পার্তিসা.নো… বিপ্লবের.. ফুল…
তুমি… আমি…
মামদানী আমদানী… মাদুর উড়ে … বিপ্লবের পুল…
একদিন রোদ
উঠলেও সবাই ওম পাবে না,
কিছু সীল মাছ
মাথা ফেটে মরে যায় বরফ ফাটে না…
-
৫/১/২৬

This work is licensed under a Creative Commons Attribution-Non Commercial 4.0 International License.

No comments:
Post a Comment