Wednesday, January 8, 2014

সাহস



জীবন যুদ্ধে লড়বে যখন মহাসম্মান অর্জনে, 

তারকা না ছুঁয়ে থেমো না বন্ধু, মেঘ বিজলির গর্জনে


ঘুমের ঘোরে মরে যদি কেহ, জান নেয় তার যমদূতে, 


যুদ্ধের মাঠে একই যমদূত আসে বীরদের জান নিতে।


বোকার স্বর্গে বাস করে- যারা বেঁচে থাকে আর বয়স গুনে। 


পৃথিবী তাদের জীর্ণ-জীবন কালের দেয়ালে আঁকে না খুনে।


সাহসের গুনেই মাটির মানব মহাসম্মানে হয় আসীন, 


প্রজ্ঞার সাহস শ্রেষ্ঠ সবার, বীরত্ব তার তুলনাহীন।







(আলিম শ্রেণীতে পাঠ্য কবি মুতানাব্বীর ‘কুন শুজায়ান’ কবিতার অনুবাদ। ২০০৬ অথবা ২০০৭ সালে করা)

No comments:

Post a Comment

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...