- লোকমান বিন নুর

অাহা, প্রজন্ম ভাষাহীন হও
জিহ্বা লুকায়ে রেখো ফ্রাইড চিকেনের তলে
তোমাকে নিয়ে রাষ্ট্রের কোন কল্পনা নেই
তোমাকে নিয়ে রাষ্ট্রের কোন রূপকল্প নেই
তোমাকে নিয়ে রাষ্ট্রের কোন অপরূপগল্পও নেই
তোমাকে নিয়ে রাষ্ট্রের কোন রূপকল্প নেই
তোমাকে নিয়ে রাষ্ট্রের কোন অপরূপগল্পও নেই
রাষ্ট্র একটা বৃদ্ধ লোকেদের অাড্ডাঘর
তোমারে বলি,
গোপনে যুবক হয়ে ওঠো
এই বয়ষ্ক ভাঁড়দের রাষ্ট্রে দ্রুত সেয়ানা হয়ে ওঠো
খুব দ্রুত উদাম করো বয়সের ভাণ
গোপনে যুবক হয়ে ওঠো
এই বয়ষ্ক ভাঁড়দের রাষ্ট্রে দ্রুত সেয়ানা হয়ে ওঠো
খুব দ্রুত উদাম করো বয়সের ভাণ
রাষ্ট্রের হুকুম লেখো নিজের জবানে
নয়তো জিহ্বা লুকিয়ে রাখো ভাজামুরগীর তলে
নয়তো জিহ্বা লুকিয়ে রাখো ভাজামুরগীর তলে
দুর্দান্ত
ReplyDelete