Sunday, March 12, 2017

ডোন্ট ডিসটর্ট দি ভাষা

 - লোকমান বিন নুর




 অাহা, প্রজন্ম ভাষাহীন হও
জিহ্বা লুকা‌য়ে রে‌খো ফ্রাইড চি‌কে‌নের ত‌লে
‌তোমা‌কে নি‌য়ে রা‌ষ্ট্রের কোন কল্পনা নেই
‌তোমা‌কে নি‌য়ে রা‌ষ্ট্রের কোন রূপকল্প নেই
‌তোমা‌কে নি‌য়ে রা‌ষ্ট্রের কোন অপরূপগল্পও নেই

রাষ্ট্র একটা বৃদ্ধ লো‌কে‌দের অাড্ডাঘর
‌তোমা‌রে ব‌লি,
গোপ‌নে যুবক হ‌য়ে ও‌ঠো
এই বয়ষ্ক ভাঁড়‌দের রা‌ষ্ট্রে দ্রুত সেয়ানা হ‌য়ে ও‌ঠো
খুব দ্রুত উদাম ক‌রো বয়‌সের ভাণ
রা‌ষ্ট্রের হুকুম লে‌খো নি‌জের জবা‌নে
নয়‌তো জিহ্বা লু‌কি‌য়ে রা‌খো ভাজামুরগীর ত‌লে

1 comment:

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...