Tuesday, May 5, 2020

পলায়ন

Bird In Cage Drawing at GetDrawings | Free download

পলায়ন
_____


আমি পা‌লিয়ে যা‌চ্ছি
রাস্তা প‌রিষ্কার
আমি পা‌লিয়ে যা‌চ্ছি
রাস্তা প‌রিষ্কার

আমি পা‌লিয়ে যা‌চ্ছি
আমার সাথে দেখা হলো আমার শৈশবের স্মৃ‌তির
আমি পা‌লিয়ে যা‌চ্ছি
রাস্তা অস্পষ্ট, কুয়াশায় ঢাকা

আমি পালাতে চেয়েছি মাছ হয়ে
‌কিন্তু তারা নদীগুলোকে শু‌কিয়ে মেরেছে
আমি পালাতে চেয়েছি পা‌খি হয়ে
‌কিন্তু তারা সব বৃক্ষকে উৎখাত করেছে
আমি পালাতে চেয়েছি হ‌রিনের মত
‌কিন্তু তাদের বনবিনাশী লোভ আর অহংকার ছি‌নিয়ে নিয়েছে পা‌লিয়ে বাঁচার আড়াল এবং ঘাসলতাপাতা
আমি পালাতে চেয়েছি ‌ছোট ছোট পোকা এবং ঘা‌সফ‌ড়িং হয়ে
‌কিন্তু যা কিছু বা‌কি ছিল ঘাসলতাপাতা - ক‌বিতার আলখেল্লা পরা ভাঁড়েরা নত হয়ে কু‌র্নিশ করতে করতে তা খেয়ে ফেলেছে
অথবা সব ফুল ঘাসলতাপাতায় কীটনাশকের মত ছি‌টিয়েছে সহমত পদ্যের ‌বিষাক্ত কা‌লি

আমি পালাতে চেয়ে‌ছি ফুল হয়ে
অথচ তারা উন্নয়নে ঢালাই করেছে সকল মা‌টি,
মা‌টিকে মমতা‌হীন করেছে ফুলের জন্য আর গাছের ‌শেকড়কে বন্দী করেছে মসৃন প্লা‌স্টিকের ভিতর

‌সেখানে একটা বৃক্ষ চিৎকার ক‌রছে
আমি পালাবো কিভাবে
আমি পালাবো কিভাবে
আমি পালাবো কিভাবে

-


২৯/০২/২০২০

Image: GetDrawings.com

No comments:

Post a Comment

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...