পোলাও কাচ্চি তেহারী খিচুড়ি-ভুনা
রুটি বা পরোটা, ব্রেড ও জেলির ধুনা -
সয়ে গেছে, যাবে, বীর হিম্মতে, তবু -
বাঙালি ও ভাতে কখনোই হারবে না
উনো-ভাতে দুনো - বাঙালির বল
এটাই হাড়ির খবর;
ভাত হারে নাই, টপকে গিয়েছে
উপনিবেশের ঝড়।
ভাতঘুমে তাই কবিরা লিখেছে সাহসী ভাতের গান -
ঝোল মাখলেই ভাত অজেয়; স্বাদ ছোঁয় আসমান।
ভাত খেয়ে দিনে-রাতে,
তোমরাও বলো সাথে:
“পরাজিত নই, রুটি, পরাজিত হয় না ভাতে!
দারুন মশলা মেখে আনন্দ দেই, বাঙালির পাতে পাতে।”
-
০১ মার্চ ২০২০
photo: collected from google image
No comments:
Post a Comment