হৃদয় বিক্রি করো না।
পিশাচের হাড়ির মত মুখের ভেতর -
শাহরগের কাছে
ধারালো ছেনিতে চেঁছে ফেলা
যেমন চুঁইয়ে পড়ে করুন ফোটায় -
তেমন ঝরুক রক্ত তোমার হৃদয় থেকে
অসুর বুদ্ধির ধারালো ছেনিতে ক্ষত
ভীষণ এ মূঢ় ঋতুতে,
তবু হৃদয়ে আপোস মেনো না -
ঝুল ঝুল পরজীবী সরস লতার মত।
সুমিষ্ট রক্তের রসে পিশাচেরা
হৃদয় খেয়ে বাঁচে,
তবু এসব বিপন্ন হৃদয়ের অহংকার ছাড়া
কোন বৃক্ষই মাটিতে দাঁড়ায় না।
হৃদয় আক্রান্ত হয়, পরাজিত;
পরাজয় কখনো কখনো লড়াইয়ের শেষ;
তবু লড়াইহীন বিক্রি বা আপোসে পচে যাওয়া পণ্যকে হৃদয় বলা যায় না।
/অহম
অক্টোবর ১৪, ২০১৭

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
No comments:
Post a Comment