Monday, March 13, 2023

কার্পে দিয়েম

কার্পে দিয়েম
- হোরেস
অনুবাদ - লোকমান বিন নুর
-
জিগাইস না - আমাগো জাননের ক্ষমতা নাই -
কোন মন্জিল ঠিক করছে খোদাতালা তোর লাইগা, আমার লাইগা;
লুকোন, গণনার চেষ্টা করিসনা ব্যবিলনের জ্যেতিষবিদ্যায়।
কতইনা ভাল যা আছে কপালে তাই আঁকড়ায়া ধরা,
হোক না এই শীত আমাদের শেষ শীত,
যে শীত ভাঙতেছে তুসকান সাগরের ঢেউ পাথুরে পাড়ের মুখে,
কিংবা আসমানের বাপ আমাদেরে যদি দেয় আরো কিছু বাড়তি শীতকাল।
আরেকটু প্রজ্ঞাবান হ, গলায় চালান দে অমৃত রস,
যেহেতু জীবন ছোট খুব, ছেঁটে ফেল লম্বা দীর্ঘ আশা!
এমনকি আমাদের এই আলাপের ফাঁকে কুটনা সময় পালাইতেছে খুব:
আগামীর প্রতি বিশ্বাস যথাসম্ভব কমায়ে রেখে,
আজকের দিনটারে ধর।
(জুলাই ২০১৮)

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...