- মূল: শার্ল বোদলেয়ার
সর্বক্ষণ নেশায় বুঁদ হয়ে যাও।
এই একটাই পথ আছে, আর কিছুতেই কিছু আসে যায় না।
কালের কঠিন বোঝায় কাঁধ ভেঙে কুঁজো অার ভুমিতে নতজানু হতে না চাইলে- প্রতিমুহূর্তে ডুবে থাকো নেশায়।
কিন্তু কিসের নেশায় তুমি ডুব দিবে?
মদে,
কবিতায়
অথবা সপ্তর্ষির গুণে- তোমার যেমন ইচ্ছা হয়;
তবে, নেশাগ্রস্থ হও।
আর যদি কখনো কোন দালানের সিঁড়িতে,
কিংবা সবুজেনিমগ্ন মেঠোপথে
অথবা তোমার প্রায়ান্ধকার ঘরের দুঃখভারাতুর নিঃসঙ্গতায় তুমি জেগে উঠে টের পাও
আধেক নেশা তোমার টুটে গেছে,
অথবা তোমার ঝিমুনির ফাঁকগলে পালিয়েছে সবটুকু নেশা;
তুমি এবার প্রশ্ন করো-
বাতাসের মুখোমুখি হও,
স্রোতের মুখোমুখি হও,
তারকার চোখে চোখ রাখো,
অথবা পাখির কাছে যাও,
ঘড়ির কাছে,
কিংবা যা কিছু উড়ে,
যা কিছু আর্তনাদ করে,
যা কিছু দুলতে থাকে,
যা কিছু গেয়ে উঠে,
যা কিছু বাঙময় হয়-
বিনীত প্রশ্ন রাখো: এখন সময় কত?
বাতাস, তরঙ্গ, নক্ষত্র, বিহঙ্গ, ঘড়ি তোমাকে উত্তর দিবে: এখন সময় নেশাগ্রস্থ হওয়ার!
নেশাগ্রস্থ হও, কালের পদতলে দাসের মত কুরবানী হতে না চাইলে- প্রতিমুহূর্তে নেশাগ্রস্থ হও।
মদে,
কবিতায়
অথবা সপ্তর্ষির গুণে- যেমনটা তুমি চাও।
(অনুবাদ, ১৪ মার্চ ২০১৬)
এই একটাই পথ আছে, আর কিছুতেই কিছু আসে যায় না।
কালের কঠিন বোঝায় কাঁধ ভেঙে কুঁজো অার ভুমিতে নতজানু হতে না চাইলে- প্রতিমুহূর্তে ডুবে থাকো নেশায়।
কিন্তু কিসের নেশায় তুমি ডুব দিবে?
মদে,
কবিতায়
অথবা সপ্তর্ষির গুণে- তোমার যেমন ইচ্ছা হয়;
তবে, নেশাগ্রস্থ হও।
আর যদি কখনো কোন দালানের সিঁড়িতে,
কিংবা সবুজেনিমগ্ন মেঠোপথে
অথবা তোমার প্রায়ান্ধকার ঘরের দুঃখভারাতুর নিঃসঙ্গতায় তুমি জেগে উঠে টের পাও
আধেক নেশা তোমার টুটে গেছে,
অথবা তোমার ঝিমুনির ফাঁকগলে পালিয়েছে সবটুকু নেশা;
তুমি এবার প্রশ্ন করো-
বাতাসের মুখোমুখি হও,
স্রোতের মুখোমুখি হও,
তারকার চোখে চোখ রাখো,
অথবা পাখির কাছে যাও,
ঘড়ির কাছে,
কিংবা যা কিছু উড়ে,
যা কিছু আর্তনাদ করে,
যা কিছু দুলতে থাকে,
যা কিছু গেয়ে উঠে,
যা কিছু বাঙময় হয়-
বিনীত প্রশ্ন রাখো: এখন সময় কত?
বাতাস, তরঙ্গ, নক্ষত্র, বিহঙ্গ, ঘড়ি তোমাকে উত্তর দিবে: এখন সময় নেশাগ্রস্থ হওয়ার!
নেশাগ্রস্থ হও, কালের পদতলে দাসের মত কুরবানী হতে না চাইলে- প্রতিমুহূর্তে নেশাগ্রস্থ হও।
মদে,
কবিতায়
অথবা সপ্তর্ষির গুণে- যেমনটা তুমি চাও।
(অনুবাদ, ১৪ মার্চ ২০১৬)
Loved reading...
ReplyDeleteThanks... :)
ReplyDelete