Tuesday, July 26, 2016

বাসনা

প্রথমবার সমুদ্র দেখা চোখের মত বিস্ময়াবিষ্ট, উৎফুল্ল, অসহায়, অস্থিরতায় ভাসা...
চোখে ত সমুদ্র ধরে না; কিংবা সমুদ্রের উপরের অাসমান
অথচ বিলের ধারের অাসমান কত অনায়াসে এটে যেত শিশুতোষ চোখে
নদীও

সমুদ্র অসহায় করে তোলে

স্থির করে তোলে
পরাজিত

কিন্তু গ্লানি নেই
গর্জন তবু কর্কশ নয়
নিজেকে সমর্পন করা যায় মতো গভীর প্রশস্ত
নীল-সাদায় অাকাশটাও তাকিয়ে থাকে
মানুষের হৃদয়ের অানত ভঙ্গির প্রতিনিধি হয়ে

রাজা হওয়ার লোভে
কাটাই বেদনার্ত দিন
সমুদ্র শাসন করি- সেই হিম্মত কোথা পাই
দরিয়ায় ফসল তুলি- সিন্দাবাদ তো নই

কোথায় কলম পাব সমুদ্রর পিতা
কোথায় কাগজ মিলে সমুদ্রের মায়ের মতন
কোথায় গেলে ঈগলের দৃষ্টি পাব সমুদ্রের চোখে চোখ রাখার বাসনায়

বৃক্ষের কাছে যদি খুঁজে অানি দেহ
কিংবা জমিনের হাড়ের ভেতর লৌহ ইস্পাত
দুনিয়ার কলাজ্ঞানে বানাই জাহাজ
অহম খণ্ডিত তবে কোথায় লুকাই

নত হই সমুদ্রের কাছে
ডুবে যাই নুনের ভিতর
অথবা অহমের ভাগাড় হয়ে নগরের লউ রাখি বুকের উপর

অপরূপ গল্পের ভিতর
নক্ষত্রে পা তুলে শুনি সমুদ্রের সুর...
হায়!
পূর্বনারীর ভুলে ভেঙ্গে গেছে সাতজনমের সিঁড়ি

সহজ কোষের মাঝে
কোষাঘারের হিসাব ছাড়া কাটাও বেনামি জীবন...
ফুল পশু কীট লতা কৃমির মতন
অাবার জন্ম নিলে সমুদ্র হবি... অথবা সমুদ্রের বাপ

২৬/০৫/২০১৬

No comments:

Post a Comment

Delulu and Danger of Innocence of Law

The persistent political crisis in Bangladesh is often framed as a binary dilemma: is the nation suffering from a flawed political culture, ...