Sense of Style in Writing
লেখালেখির স্টাইল সংক্রান্ত ইংরেজি একটা বই খুবই জনপ্রিয়। যারা ইংরেজি লেখালেখি নিয়ে কাজ করেন তাদের কাছে।
লেখালেখির স্টাইল সংক্রান্ত ইংরেজি একটা বই খুবই জনপ্রিয়। যারা ইংরেজি লেখালেখি নিয়ে কাজ করেন তাদের কাছে।
বইটার নাম The Elements of Style। ছোট সাইজের বই (পিডিএফ)। লেখক: William Strunk Jr. এবং E. B. White।
গ্রামার ইত্যাদির কিছু নিয়ম কানুন সহ বইটা লেখার স্টাইল সম্পর্কিত অনেক জরুরি নিয়ম বলে দিয়েছে। এই নিয়মগুলো অবশ্য অবশ্য পালনীয় হিসেবে মানেন অনেকে। ইংরেজি লেখতে ইচ্ছুক লোকদের প্রাথমিক প্রশিক্ষণের বই হিসেবেও এটি ব্যবহৃত হয়।
ইংরেজি ভাষার লেখালেখির স্টাইল সংক্রান্ত সাম্প্রতিককালের আরেকটা বই আমার কাছে অসাধারণ লেগেছে। বইয়ের নাম The Sense of Style: The Thinking Person's Guide to Writing in the 21st Century। ব্যাকরণ সহ বিভিন্ন বিষয়ে একটা স্পষ্ট ধারনার জন্য সহায়তা দিবে এবং আগ্রহী করবে এই বই।
The Sense of Style. Book Cover.
এই বইয়ের লেখক স্টিভেন পিঙ্কার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ভাষাতত্ব, কগনিটিব সাইন্স বিষয়ে পণ্ডিত। আর এই বইটা লিখেছেনও তার এই পাণ্ডিত্য কাজে লাগিয়ে। (এছাড়া বিবর্তনীয় মনোবিজ্ঞান বিষয়ে কাজের জন্য পরিচিত তিনি।) তার এই বইয়ের পরামর্শ যুক্তিগুলো তার বিভিন্ন বক্তৃতায় পাওয়া যায়। ইউটিউবে এ বিষয়ে তার অনেকগুলো বক্তৃতা আছে। রীতিমত খাতা কলম নিয়ে ক্লাস করার মত তার এই বক্তৃতা শুনেছিলাম।
বাংলা ভাষায় লেখালেখির স্টাইল সংক্রান্ত এরকম কোন বই আছে কিনা জানি না। তবে জরুরি দরকার। কি কি স্টাইলের লেখা পাওয়া যায় তার একটা খসড়া হিসাব জরুরি। তাহলে অনেকের গাঁটের ভেতর লুকানোর অভ্যাস দূর হয়ে বাংলা ভাষা আরো অগ্রসর হতে পারবে।
No comments:
Post a Comment