Friday, July 29, 2016

নিজেকে পুড়িয়ে জ্বলি

সেইসব ঝরে পড়া লাল ফুলগুলো
নদীর মায়ের পাশে...
ফসলের পায়ের পাশে...
চুপচাপ আলো হয়ে মিশে থাকে

প্রাণ ও প্রকৃতির ফুসফুসে বাতাসের কাব্য শোনাতে গিয়ে
শীতের গান শুনে গেল এই ভরা বর্ষায়
কোন পাতা ঝরে-
বিষাক্ত ঝড়ে
প্রতিরোধে মাথা তুলে গভীর সবুজ
লাল সবুজ হয়ে যাবার স্পর্ধা কোথা থেকে তুলে আনে জীবনকে ছেনে!!

যৌথ স্বপ্ন আর নিশ্চয়তার নিরাপদ সংসার দেবে বলে
‘প্রাণ ও প্রকৃতির হাসফাস শুনতে চাই না তাই’
নিজেকে পুড়িয়ে আজ অালো জ্বেলে যাই...


২৮-২৯ জুলাই ২০১৬

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...