
পড়ার ব্যাপারটা এমন না যে আপনি একটা নিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আর সেইটা শেষ না হইলে আরেকটা ধরতে পারবেন না। এইরকম নিয়ম কানুন দিয়া বই বাইন্ধা রাখলে পড়া হবে না। একসাথে একাধিক বই দরকার হতে পারে।
বই পড়ার পদ্ধতি স্পাইরাল; লাইনিয়ার না। আপনি একই বইয়ের বিভিন্ন জায়গা থেকে পড়তে পারেন; একই বিষয় বিভিন্ন বই থেকে পড়তে পারেন। বিভিন্ন বই একসাথে কাজে লাগার কথা।আমার ইচ্ছামত বই কিনার আর্থিক ক্ষমতা আমার হয় নাই। পরিচিত দুয়েকজন আছে যারা জিগায় বই কিইন্যা পড়ি কিনা। এত রস(বোধ) আমি রাখি কই! আমার ত বালতি মাত্র একটা।
ভাবখানা এমন যে-কয়টা কিনা হইছে তা শেষ না করলে আর কিনা নাজায়েজ হবে। কল্পনার কড়াইঘরের নিয়ম যদি হয়: চাল যা আছে খাওয়া শেষ না হইলে ডাল কিনা যাবে না, তেমন অবস্থার সাথে মিল থাকতে পারে এই ধরনের চিন্তার।
যাইহোক, গুরুত্বপূর্ণ বই হাতে পাইতেছি না এই করুণ ট্রাজেডি হোমারকেও ম্লান কইরা দিবে বোধ হয়।এই প্রতিবন্ধকতা দূর না হইলে পড়ালেখা হবে না।
..
মাস্টারি জীবনে আইসা টের পাইছি বাংলাদেশে উচ্চশিক্ষা আর অনুচ্চ শিক্ষা সবক্ষেত্রেই এই বইপত্রের অভাব একটা বড় চ্যালেঞ্জ।
আমি যে ছোটবেলায় রবীন্দ্রনাথ পড়ি নাই তার কারন আমি রবীন্দ্রনাথ পাই নাই। নজরুলও পাই নাই। তাই পড়ি নাই।
পড়ার আগ্রহ তৈরি হওয়ার জন্য হাতের কাছে বই থাকা লাগে। ঘরে ঘরে বই না থাকলে পড়া হবে কেমনে। বই কিনে রাখা লাগবে ঠিক তা না; বই পড়ার সুযোগ থাকা লাগবে।
..
বাংলাদেশের উচ্চ শিক্ষায় পড়ালেখার খরচ বলতে এখন পর্যন্ত টিউশন ফি আর (শহরকেন্দ্রিক হওয়ায়) থাকা খাওয়ার খরচকেই বুঝি আমরা।
আর এভারেজ প্রতি সেমিস্টারে দেড় দুই হাজার টাকার বই খাতা। এই দেড় দুই হাজার টাকার বইপত্রও অনেকে কিনেন না। (উচ্চশিক্ষা যেখানে উচ্চ দামে বেঁচাকেনা হয় সেখানে গরিব লোক পড়তে পারবে না- এমন শ্রেণী-ব্যবধানতো চলছেই। আমি সেই তর্ক এখানে তুলছি না।)
অনেকেরই না পড়ার মূল কারন এই বই না থাকা। বই থাকলে নাড়া-চাড়া কইরা দেখবে। না থাকলে তা সম্ভব না। এইটা খুবই সিরিয়াস একটা ব্যাপার যে বই পত্র ছাড়াই পড়ালেখা হচ্ছে, উচ্চশিক্ষা হচ্ছে।
উচ্চশিক্ষায় আছেন এমন একজন শিক্ষার্থীর মাসিক খরচের তিনভাগের একভাগ হওয়া উচিত বইপত্রের জন্য। এইটা না করলে পড়ালেখা হবে বলে মনে হয় না।যারা কম্পিউটার মোবাইলফোন ট্যাব ইত্যাদি পড়াশোনার জন্য ব্যবহার করেন তাদেরটা চারভাগের একভাগ হতে পারে। অনুমান করে বলছি। কেউ গবেষণা করলে আরো স্পেসিফিক গাইডলাইন দিতে পারবেন।
..
দাওয়াত: মুজতবা আলী-র ‘বইকেনা’-র প্রয়োজন আজো শেষ হয় নাই।
No comments:
Post a Comment