Thursday, August 4, 2016

আলোর ঘোষণা


আমাদের অন্ধকার বড় হতে থাকে

আমরা একদিন পৃথিবীকে সাবধান করে দিয়েছিলাম
সেদিন গর্দানের রগ ফুলে উঠেছিল
নতুন পৃথিবী
অথবা পৃথিবীর নবযৌবন ঘোষণা করে
একজন সাহসী মানুষ এক রাতে "ঘোষণাপত্র" পাঠ করেছিলেন
আলোকপিয়াসীদের আলোর অভাব হলে
সূর্যের জ্বালামুখ বন্ধ করে দেয়ার হুমকি ছিল সেই ঘোষণাপত্রে
আমরাতো আলোকপিয়াসী হতে চেয়েছিলাম
আমাদের অন্ধকার কেন বড় হতে থাকে!!?
রাত শেষ হয়ে আসে আরো গভীর অন্ধকার-আর-কুয়াশাভরা রাত

তবে কি পৃথিবীতে কোনদিন দিন হবে না
উজ্জলতম রোদ যে দিনের সারা গায়ে হেটে বেড়ায়
যেখানে চোখ ঘোলাটে হয়ে আসে না

'প্রাগৈতিহাসিক' অন্ধকারেরা ছোট হওয়ার বদলে বড় হয়ে যায় কেন?
আমাদের গর্দান এখনো ফুলে আছে...
চিকন রগের উপর জমা হয়ে আছে কয়েকসের চর্বি
পৃথিবী আমাদেরকে চ্যালেঞ্জ করে
আমরা ঘোষণাপত্রটি হারিয়েছি
এবং আরো অনেক কিছু....
এই ঘোলাটে অন্ধকারে...
আমরা হয়ে আছি অথবা হয়ে যাই অন্ধকারের দাস

August 3, 2014 ·

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...