Saturday, August 27, 2016

ভাষা ও কুসুম

ভাষা ও কুসুম

[মার্গারিটা একটা করুণ সুন্দর নাম। ফাউস্টের মার্গারিটা। ছবির দেশে কবিতার দেশের মার্গারিটা। কাবুলের শবনমও তাই।]

কুসুমও তাই হবে।

হারাবে বালুর চরে নরম মাটিতে
লুকোবে পানার ভেতর পানির হাসিতে
ঢেউ ঢেউ সবুজ নদী সবুজ কোমল
নেই তার রাঙা পায়ে ভাষার শিকল

ডাকাতিয়া নদীর পাড়ে শিমুলের ফুল
ঝরে পড়ে পরাজয়ে ছুঁতে চায় কুসুমের চুল
কুসুম হারিয়ে গেছে হারিয়ে সে যায়
নদীর ঢেউয়ের বাঁকে উঁকি মেরে চায়

ভাষা ও প্রেমের মাঝে যতটা ধূসর
সেইখানে পড়ে আছে কুসুমের ছনে ছাওয়া ঘর
আমার বাক্য থামে উঠোনের কোণে
পীরিত পিড়িতে বসে আলো ছায়া গোণে

সে ঘর চাইবে তবে ভাষা রেখো ফেলে
আঁধারে কুসুম ফোটে মেঘনার জলে

-
ভাষা ও কুসুম
২৬/০৮/২০১৬

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...