তারারা চন্দ্রস্নাত চতুর্দশী জলে,
আগামীকাল তবে বুদ্ধ হবার দিন,
ঘুমাও চাঁদের মেয়ে বোধিবৃক্ষ তলে।
গঙ্গা সাগরে ভাসে সদাগরী নাও,
লোকেরা দৃষ্টি রাখে-
বেহুলার ভেলা চড়ে তুমি কই যাও!
সমুদ্র তোমার মেয়ে তুমি তার মা,
সবুজ শঙ্খ ভরা তোমার এই গা।
প্রজ্ঞা পদ্মে দোলে প্রাণের আদর,
তোমারে জড়াতে চায় বোধির চাদর!
(৯.৫.২০১৭/ এডিট ৫.৫.২০২০)
Photo - shutterstock
Photo - shutterstock
No comments:
Post a Comment