Friday, June 9, 2017

ধ্যান


গৌতমের ধ্যানের মত উজ্জ্বল চাঁদ -
‌তারারা চন্দ্রস্নাত চতুর্দশী জলে,
আগামীকাল তবে বুদ্ধ হবার দিন,
ঘুমাও চাঁদের মেয়ে বো‌ধিবৃক্ষ তলে।

গঙ্গা সাগরে ভাসে সদাগরী নাও,
‌লোকেরা দৃ‌ষ্টি রাখে-
‌বেহুলার ভেলা চড়ে‌ তু‌মি কই যাও!

সমুদ্র তোমার মেয়ে তু‌মি তার মা,
সবুজ শঙ্খ ভরা তোমার এই গা।
প্রজ্ঞা পদ্মে দোলে প্রাণের আদ‌র,
তোমারে জড়াতে চায় বো‌ধির চাদর!

(৯.৫.২০১৭/ এডিট ৫.৫.২০২০)
Photo - shutterstock


No comments:

Post a Comment

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...