Friday, June 9, 2017

আমপাতা ছেড়া ছেড়া


Image may contain: plant

অাম্বিকা দেবীর ধ্যানে পাকা অাম গণেশ লয়ে যায় চতুর্থীতে এসে
বুইড়া গল্প ফাদে দুই বিঘা জমিনের গাছের তলে বসে
ভারত পাকিস্তান একজাতি অাজো, অাম তাই বলে;
এদেশে, জাতীয় অামের গাছে ইঁচোড় সমানে ফলে

অামপাতা জোড়া নয়, অামও থোকা থোকা
মিথ্যা ছড়াও ছড়াও-
জাতিতো ফোকলা তার মগজেও পোকা
(২২.৫.২০১৭)
Image may contain: plant, outdoor and nature


No comments:

Post a Comment

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...