Friday, June 9, 2017

বিপন্ন টাটলছানা


এত রঙ ক্ষিপ্ত অালো ভাল লাগেনা।
সাগ‌রে ভাস‌বে চাঁদ অামা‌কে পথ দেখা‌বে
বা‌লি‌তে ডুবি ও ঘুমাই
অা‌মি তো‌ টাটল ছানা।
‌মানুষের হিংস্র অা‌লোয় প্রাণ বাঁ‌চেনা;
‌তোমা‌দের বজ্র অা‌লো ভাল লা‌গেনা।
(মাঝে মাঝে বিপন্ন হও)


(২৩.৫.২০১৭)


No comments:

Post a Comment

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...