Wednesday, June 12, 2019

আশা

আশা


সেইসব উজ্জ্বল নক্ষত্রেরা ম্লান হয়ে গেছে...
জ্বালানীর অভাবে পুড়ে শেষ হওয়া সার্কাসের আশ্চর্য আগুন
নিঃশ্বাসে ভর করে দূরে চলে গেছে; কেরোসিনের গন্ধ লেগে থেমে গেছে স্মৃতির বয়স

এতোদিন পরে আজ টের পাই- কেরোসিনের নক্ষত্র কেবল চমকিত করে;
আলোর অভাবী মানুষেরা খুঁজে নেয়- ছোট্ট প্রদীপ
ভিতরে ভিতরে ভারী হই
গ্রিস কিংবা রোমের ধুলি উড়ে উড়ে জমা হয় প্রতিটি খোপে
সীন, টেমস কিংবা গঙ্গার উত্তাপে
তবু আজ আশা রাখি, খোপে খোপে জ্বলে উঠে হাজার প্রদীপ...

-

12 June 2016

Friday, May 24, 2019

পেঁচা

পেঁচা


পেঁচার নিঃশব্দ উড়ালের মতন জীবন নড়তে থাকে তোমাদের পৃথিবীর জারুল হিজল গাছে
অন্ধকার রাত্রির কোলে
গাড়িরা ডাকে না
মটিভেশনের মাইক্রোফোন যায় না সেখানে
একটা পুকুর খালি নীরবে কাঁদে
ঢেউয়ে ঢেউয়ে নড়তে থাকে হিজলের ফুল

নারকেল পাতার ফাকে পৃথিবীর মেঘ ঝুলে থাকে
বাবুইয়ের মত বুনে গরহাজির মানুষের রাত
ঘুমন্ত মানুষের দুলুনিতে বিষাক্ত স্বপ্ন হারে রে রে করে প্রচণ্ড আঘাত
মহাকাশ দেখে শুধু রাতজাগা পেঁচা

পেঁচার গভীর চোখে ওম পায় রাত্রির শীত
প্রহরী জীবনে লাগে রঙ
নিঃশব্দ পৃথিবীতে আসে সামুদ্রিক জোয়ারের মত প্রবল শান্তি
যেখানে সারেন্ডার করতে পারে যেকোন বিদ্রোহী মন
বিপ্লবী কমরেড
আর মহাপুরুষের সন্যাস ব্রত

-
১ ৭ এপ্রিল ২০১৮

ধ্যান

ধ্যান


পয়গম্বর সোলায়মানের‌ লা‌ঠি খুঁজতেছি। ভর দিয়া বসমু গভীর ধ্যানে। লা‌ঠি পোকায় খা‌বে, লা‌ঠি ভাঙ‌বে, ধ্যান ভাঙ‌বে না। হয়তো গৌতমের নির্বাণ প্রা‌প্তির খবরে হৈ হু‌ল্লোড় হবে একচোট তবু ভাঙ‌বে না ধ্যান ব‌াদশাহ সোলায়মানের। এমন‌কি বুলেটে বোমায় তছনছ হয়ে গেলে সমগ্র ফি‌লি‌স্তিন, ভাঙ‌বে না দাউ‌দের পুত্র সোলায়মা‌নের ধ্যান।

নীল নদের স্রোত থামা‌নোর কোন ইচ্ছা আমার নাই, অথবা বঙ্গজের পালানোর জায়গা নাই পদ্মা মেঘনা যমুনার কোন তীরে ... মেষ দুম্বা বক‌রি চড়াই নাই কোন উপত্যকায়, আমি বরং বদ্বীপের সমভূ‌মির সন্তান; আমারে তাই দিওনা মূসার লা‌ঠি ...

সোলায়মানের ধ্যান আমি চাই, ভর দিয়ে তার লা‌ঠিতে, ই‌তিহাস গড়ে তুলুক বাঙলা মুকাদ্দাস কিংবা দোযখপুর নেয়ামত, সময়ের যেমন খেয়াল কিংবা খু‌শি

-

২৪ মে ২০১৯

Wednesday, May 15, 2019

ডিজিটাল রোম

ডিজিটাল রোম


১.
ওগো পয়গম্বর ঈসা
তোমার উম্মতরা গোস্যায় গিলতে পারলো না কিছু কবিতা
কবিরে পুলিশে দিয়া তারা ভালবাসল সেইসব নিপীড়ক আইন কানুন যাদের সাথে তোমারও দেখা হইছিল রোমান সম্রাজ্যের ক্রুশে।

কবিতায় বিদ্ধ তোমার উম্মত আর আমাদের আরেস রাষ্ট্র
এই কঠিন সময়ে ব্যবহার করে সেন্টিমেন্টাল ‍সিক্যুরিটি ক্রুশ।

২.
নাজারাতের শ্যামলকান্তি বাবরীচুলের প্রেমিক যুবক
আমারে বললেন স্বপ্নে
বললেন আরবের জবানে

ফাহুম লাইসা বিউম্মাতি ...
(ওরা আমার উম্মত নয়)

আমার সাথে খাতির নাই জুলুমবাজ রুমী কানুনের
...
১৪-১৫ মে ২০১৯

Friday, May 10, 2019

ইতিহাসের শেভ

ইতিহাসের শেভ


বৃদ্ধ বয়সে তারা চোয়াল চেঁছে
প্যান্টে শার্ট গুজে আছেন বেঁচে
জিলেট রেজর আর ক্রিমের দয়ায়;
সমাজ বেচেন তারা, বাজার সহায়।

(বাজারে ব্যস্ত থেকে সমাজ বেচে)
রোদ-ছায়া-জলে মগ্ন পলি ও কাদার দেশে,
তারাও হারিয়ে যাবে, বাবল ফাটায় দিয়ে
শেভিং ফোমের মত হাওয়ায় ভেসে।
-

০৭/০১/২০১৯

কমনওয়েলথ বা এজমালি

একদিন উড়েছিল বাবুই পাখিরা গ্রামের রাষ্ট্রীয় তালগাছে।
রাষ্ট্র মানে সরকার - এমন মোগলাই নীতি এখনো ভুলেনি লোকে।
যা কিছু এজমালি যৌথ তালপাতা
সবকিছু সরকারি, জনশ্রুতি হিসেবের খাতা
শহরে ভাগ হয়ে গেছে রাষ্ট্র ও সরকার
একটি শহর ঢাকা রাখে এই বিভাজন
নতুন রাষ্ট্রে পুরনো তালগাছ কে পাবে তা বুঝতে না পেরে বাবুই পাখিরা উড়ে চলে যায়
তাদের বাসা দোলাতে দোলাতে রাতের ঝড়ে বজ্রের চুমুতে তৈমুরের ভাস্কর্যের মতন স্তব্দ হয়ে থাকে এজমালির পোড়া ইতিহাস।
বজ্রের দেবতা উড়ন্ত অগ্নিমুখ ড্রাগন কেবলই আশীর্বাদ করেন রাষ্ট্রকে।
-

ছবি: গুগল ইমেজ সার্চ/ অর্থসূচক

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...