Friday, May 10, 2019

কমনওয়েলথ বা এজমালি

একদিন উড়েছিল বাবুই পাখিরা গ্রামের রাষ্ট্রীয় তালগাছে।
রাষ্ট্র মানে সরকার - এমন মোগলাই নীতি এখনো ভুলেনি লোকে।
যা কিছু এজমালি যৌথ তালপাতা
সবকিছু সরকারি, জনশ্রুতি হিসেবের খাতা
শহরে ভাগ হয়ে গেছে রাষ্ট্র ও সরকার
একটি শহর ঢাকা রাখে এই বিভাজন
নতুন রাষ্ট্রে পুরনো তালগাছ কে পাবে তা বুঝতে না পেরে বাবুই পাখিরা উড়ে চলে যায়
তাদের বাসা দোলাতে দোলাতে রাতের ঝড়ে বজ্রের চুমুতে তৈমুরের ভাস্কর্যের মতন স্তব্দ হয়ে থাকে এজমালির পোড়া ইতিহাস।
বজ্রের দেবতা উড়ন্ত অগ্নিমুখ ড্রাগন কেবলই আশীর্বাদ করেন রাষ্ট্রকে।
-

ছবি: গুগল ইমেজ সার্চ/ অর্থসূচক

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...