Friday, May 24, 2019

ধ্যান

ধ্যান


পয়গম্বর সোলায়মানের‌ লা‌ঠি খুঁজতেছি। ভর দিয়া বসমু গভীর ধ্যানে। লা‌ঠি পোকায় খা‌বে, লা‌ঠি ভাঙ‌বে, ধ্যান ভাঙ‌বে না। হয়তো গৌতমের নির্বাণ প্রা‌প্তির খবরে হৈ হু‌ল্লোড় হবে একচোট তবু ভাঙ‌বে না ধ্যান ব‌াদশাহ সোলায়মানের। এমন‌কি বুলেটে বোমায় তছনছ হয়ে গেলে সমগ্র ফি‌লি‌স্তিন, ভাঙ‌বে না দাউ‌দের পুত্র সোলায়মা‌নের ধ্যান।

নীল নদের স্রোত থামা‌নোর কোন ইচ্ছা আমার নাই, অথবা বঙ্গজের পালানোর জায়গা নাই পদ্মা মেঘনা যমুনার কোন তীরে ... মেষ দুম্বা বক‌রি চড়াই নাই কোন উপত্যকায়, আমি বরং বদ্বীপের সমভূ‌মির সন্তান; আমারে তাই দিওনা মূসার লা‌ঠি ...

সোলায়মানের ধ্যান আমি চাই, ভর দিয়ে তার লা‌ঠিতে, ই‌তিহাস গড়ে তুলুক বাঙলা মুকাদ্দাস কিংবা দোযখপুর নেয়ামত, সময়ের যেমন খেয়াল কিংবা খু‌শি

-

২৪ মে ২০১৯

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...