Friday, May 24, 2019

পেঁচা

পেঁচা


পেঁচার নিঃশব্দ উড়ালের মতন জীবন নড়তে থাকে তোমাদের পৃথিবীর জারুল হিজল গাছে
অন্ধকার রাত্রির কোলে
গাড়িরা ডাকে না
মটিভেশনের মাইক্রোফোন যায় না সেখানে
একটা পুকুর খালি নীরবে কাঁদে
ঢেউয়ে ঢেউয়ে নড়তে থাকে হিজলের ফুল

নারকেল পাতার ফাকে পৃথিবীর মেঘ ঝুলে থাকে
বাবুইয়ের মত বুনে গরহাজির মানুষের রাত
ঘুমন্ত মানুষের দুলুনিতে বিষাক্ত স্বপ্ন হারে রে রে করে প্রচণ্ড আঘাত
মহাকাশ দেখে শুধু রাতজাগা পেঁচা

পেঁচার গভীর চোখে ওম পায় রাত্রির শীত
প্রহরী জীবনে লাগে রঙ
নিঃশব্দ পৃথিবীতে আসে সামুদ্রিক জোয়ারের মত প্রবল শান্তি
যেখানে সারেন্ডার করতে পারে যেকোন বিদ্রোহী মন
বিপ্লবী কমরেড
আর মহাপুরুষের সন্যাস ব্রত

-
১ ৭ এপ্রিল ২০১৮

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...