Wednesday, May 15, 2019

ডিজিটাল রোম

ডিজিটাল রোম


১.
ওগো পয়গম্বর ঈসা
তোমার উম্মতরা গোস্যায় গিলতে পারলো না কিছু কবিতা
কবিরে পুলিশে দিয়া তারা ভালবাসল সেইসব নিপীড়ক আইন কানুন যাদের সাথে তোমারও দেখা হইছিল রোমান সম্রাজ্যের ক্রুশে।

কবিতায় বিদ্ধ তোমার উম্মত আর আমাদের আরেস রাষ্ট্র
এই কঠিন সময়ে ব্যবহার করে সেন্টিমেন্টাল ‍সিক্যুরিটি ক্রুশ।

২.
নাজারাতের শ্যামলকান্তি বাবরীচুলের প্রেমিক যুবক
আমারে বললেন স্বপ্নে
বললেন আরবের জবানে

ফাহুম লাইসা বিউম্মাতি ...
(ওরা আমার উম্মত নয়)

আমার সাথে খাতির নাই জুলুমবাজ রুমী কানুনের
...
১৪-১৫ মে ২০১৯

No comments:

Post a Comment

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...