Wednesday, May 15, 2019

ডিজিটাল রোম

ডিজিটাল রোম


১.
ওগো পয়গম্বর ঈসা
তোমার উম্মতরা গোস্যায় গিলতে পারলো না কিছু কবিতা
কবিরে পুলিশে দিয়া তারা ভালবাসল সেইসব নিপীড়ক আইন কানুন যাদের সাথে তোমারও দেখা হইছিল রোমান সম্রাজ্যের ক্রুশে।

কবিতায় বিদ্ধ তোমার উম্মত আর আমাদের আরেস রাষ্ট্র
এই কঠিন সময়ে ব্যবহার করে সেন্টিমেন্টাল ‍সিক্যুরিটি ক্রুশ।

২.
নাজারাতের শ্যামলকান্তি বাবরীচুলের প্রেমিক যুবক
আমারে বললেন স্বপ্নে
বললেন আরবের জবানে

ফাহুম লাইসা বিউম্মাতি ...
(ওরা আমার উম্মত নয়)

আমার সাথে খাতির নাই জুলুমবাজ রুমী কানুনের
...
১৪-১৫ মে ২০১৯

No comments:

Post a Comment

মুক্তিযুদ্ধ ও ইসলাম

মুক্তিযুদ্ধ ও ইসলাম পরষ্পরকে বিরোধী হিসেবে বয়ানের অন্তত দুইটা ধারা আছে। এই দুই ধারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ। একদল মুক্তিযুদ্ধের দখল চায়...