ইতিহাসের শেভ
বৃদ্ধ বয়সে তারা চোয়াল চেঁছে
প্যান্টে শার্ট গুজে আছেন বেঁচে
জিলেট রেজর আর ক্রিমের দয়ায়;
সমাজ বেচেন তারা, বাজার সহায়।
(বাজারে ব্যস্ত থেকে সমাজ বেচে)
রোদ-ছায়া-জলে মগ্ন পলি ও কাদার দেশে,
তারাও হারিয়ে যাবে, বাবল ফাটায় দিয়ে
শেভিং ফোমের মত হাওয়ায় ভেসে।
-
০৭/০১/২০১৯
No comments:
Post a Comment