Friday, June 9, 2017

আলাপ

~আলাপ~
শীতঘুম চেয়েছিলেম দারুন ফাগুনে?
চৈত্ মাস ছুঁতে গিয়ে পুড়ব আগুনে?
কি শখে আগুন ধরি, কি শখের পোড়!
নীরবে গড়ায় ধূসর অলৌকিক মোড়!

তবু কেন ঘুম আসে অন্তরের ভিতর?

: লো‌কেরা চন্দ্রে যাও, লৌ‌কিক মঙ্গলে ঘুরো
- ‘আমারে দে‌খিয়েন না বা‌ইক্যে বেসুরো’
‌: দেই‌খো, দেখানো লোকেরা হরেক তামাশা,
এক্কেরে যাদুতে বানায় কথার বাতাসা

কথায় মুখটা ভরাট-
কই যামুু, কোথায় ফালামু,
‌খেচর ক‌বির মতন রা‌ত্রি ভাঙামু?


১৭/৩/২০১৭
Photo - wfop.org

1 comment:

কোমলমতিভ্রম?

ডান থেকে আরো ডানে সরে যাচ্ছে অনেকেই বাঁপাশ থেকে নতুন ছাদ খোলা গাড়িতে চেপে সাকী চলে গেল একটু ডানে। পাঁচ অথবা পঞ্চান্ন লেনের মাঝা...