হাসপাতালের মর্গে অনেক বেনামি শোক জমাট বেধে আছে;
পেট কেটে পাথর দিয়ে সমুদ্রে ডুবিয়ে দেয়া ইলিয়াস কিংবা আলী শোকে চুপচাপ সমুদ্র হয়ে আছে;
গুম গুম ঘুম-শোকে আরো যারা রাষ্ট্রের জরুরি অফিসের আশপাশে ছবি হয়ে স্বজনের হাত ধরে আসে - তাদের নিথর শোকে আসমান জমিয়ে রাখে কালো মেঘ;
শোক স্বাধীনতা পেলে তারা একদিন সকলেই আমাদের কপটতা ভাসিয়ে নিয়ে যাবে
/শোক
১৫ অগাস্ট ২০২৪

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
No comments:
Post a Comment